Home »
দুর্ঘটনা »
ছাত্রলীগ নেতা মওদুদকে কুপিয়েছে ছাত্রদল ক্যাডাররা
ছাত্রলীগ নেতা মওদুদকে কুপিয়েছে ছাত্রদল ক্যাডাররা
সিলেট রিপোর্ট: সিলেট নগরীতে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে ছাত্রদল ক্যাডাররা। আমিনুর রিয়াজ মওদুদ (২২) নামের ওই ছাত্রলীগ নেতা সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগরীর সাগরদিঘীর পাড়ের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
মুহুর্ষ অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাগরদিঘীর পাড় শ্বশ্বানঘাট সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
আহত মওদুদকে
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েযান।
ওসমানী হাসপাতাল সূত্র জানায়, মওদুদের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্র দিয়ে হাত ও একটি পা মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
Related
2014-10-19
Hello
এই ভিডিও প্লে করুন | video play now