সিলেট রিপোর্ট: সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. সাখাওয়াত হোসেন জীবন। শনিবার মধ্য রাতে রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। তবে বিএনপির ৮টি সাংগঠনিক শাখার সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হলেও সিলেটে সাংগঠনিক সম্পাদক হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি।