ডেস্ক রিপোর্ট: জমিয়তে উলামায়ে হিন্দ এর উদ্দোগে ৮ এপ্রিল দিল্লির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে “আজমতে সাহাবা” কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে কয়েক লক্ষ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাবা শরীফের ইমাম শায়খ ডক্টর সালেহ বিন ইবরাহীম আল-তালেব। আমিরুল হিন্দ আল্লামা সায়্যিদ আরশাদ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন, আল্লামা সাইয়িদ আসজাদ মাদানী, ক্বারী উসমান মনসুরপুরী, মাওলানা মাহমূদ মাদানী ।