দেলওয়ার হোসাইন ইমরান: হঠাৎ করেই গোয়াইনঘাটে বন্যার আভাস দেখা দিয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি | উপজেলার নিম্নাঞ্চলে
আজ শনিবার সন্ধ্যারপরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাহাড়ী ঢলে (ঘোলায়) গোয়াইনঘাট উপজেলার জাপলং,নগর এলাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ অবস্থানের জন্য মানুষ ছুটোছুটি করছেন বলে জানাগেছে।