সিলেট রিপোর্ট: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট ডটকম’র জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি উদীয়মান লেখক রাসেল আহমদ মাহফুজ সংকলিত “জৈন্তিয়ারাজ্যে আলোর মিনার”র পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে সিলেট রিপোর্ট কার্যালয়ে মোড়ক উন্মোচন করেন মাসিক তৌহিদী পরিক্রমা সম্পাদক সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ইয়র্ক-বাংলা সম্পাদক ও প্রকাশক মাওলানা রশীদ আহমদ, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, জামিয়া দারুল কুরআনের শিক্ষক মাওলানা মতিউর রহমান, জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সিনিয়র শিল্পী আরিফ রব্বানী, সিলেট রিপোর্ট গোয়াইনঘাট প্রতিনিধি দেলওয়ার হুসাইন ইমরান, সীমান্ত মিডিয়ার স্টাফ রিপোর্টার আল আমীন সাদিক প্রমুখ।
সাবেক এমপি শাহীনুর পাশা তাঁর প্রতিক্রিয়া ব্যক্তকরতে গিয়ে বলেন, “জৈন্তিয়ারাজ্যে আলোর মিনার” পুস্তকটি ইতিহাসের একটি দলীল বলে আমি মনে করি। রাসেলের এই সাহসী উদ্দোগ সত্যিই ‘বিশাল’ উদ্দোগের সুচনা পর্ব।