সিলেট রিপোর্ট: .সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সৈয়দ সাঈদ আহমদ সিদ্দিকী বলেছেন, অবহেলিত এলাকাৱ সার্বিক উন্নয়নেৱ লক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ও সচেতন এলাকাবাসীর কথায় আমি প্রার্থী হয়েছি। তিনি বলেন, এলাকাবাসীর ন্যায্য অধিকাৱ আদায়ে খেজুৱ গাছপ্রতীককে বিজয়ী করতে হবে। ভোটকে পবিত্ৰ আমানত উল্লেখ করে তিনি সর্বস্থরের জনতাকে এই নিজেদের আমানত যথাযথস্থানে প্রয়োগের আহবান জানান।আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে উলামায়ে কেরামের নেতৃত্বের বিকল্প নেই।
জামালগঞ্জ উপজেলা জমিয়তেৱ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
কুয়েত প্ৰবাসী মাওলানা লুত্ফুৱ ৱহমান খান এক বিবৃতিতে এসবকথা
বলেন। তিনি বর্তমানে পবিত্ৰ ওমৱা হজ্ব পালনে সৌদিতে অবস্থান কৱছেন।
তিনি জমিয়ত,যুব ও ছাত্ৰ জমিয়ত সহ সচেতন এলাকাবাসীকে খেজুৱ গাছ প্ৰতিককে বিজয়ী কৱাৱ লক্ষে জানমাল খৱছ কৱে মাঠে থাকাৱ আহবান
জানান।
Home » সুনামগঞ্জ » ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাঈদ আহমদ সিদ্দিকী