সিলেট রিপোর্ট: বিশ্বনাথে গ্রামীণফেফানের ডিস্ট্রিবিউটরের ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকলস (তালেরতল) নামক স্থানে এই ছিনতাইর ঘটনা ঘটে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। বিশ্বনাথ গ্রামীণফোনের ডিস্ট্রিবিউর লিটন মিয়া টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করা হবে।
জানা গেছে, বিশ্বনাথ থেকে গ্রামীণফোনের দুইজন সেলসম্যান ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর যাওয়ার জন্য বের হন। বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের হরিকলস নামক স্থান যাওয়া মাত্রই পেছন দিক থেকে চারটি মোটর সাইকেলে কয়েকজন যুবক তাদের সামনে এসে পথ আটকে দেয়। এ সময় ওই যুবকরা গ্রামীণফোনের সেলসম্যান জিল্লুর রহমান ও ছাদিকুর রহমানকে ধারালো অস্ত্র ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।