সিলেট রিপোর্ট: গাজিপুরের শ্রীপুর এলাকার ভাংনাহাটিতে একটি মসজিদ ও মাদরাসার শুভ উদ্ধোধন উপলক্ষে ২ দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করেছেন মুসলিম বিশ্বের আধ্যাত্মিক রাহবার জমিয়তে উলামায়ে হিন্দের আমির কাঈদে মিল্লাত আল্লামা সায়িদ আরশাদ মাদানী। তিনি আজ সোমবার বিকেলে বিমান যোগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এসময় দেশের র্শীষ উলামায়ে কেরাম তাকে অভ্যর্থনা জানান। তিনি আজ জামিয়া মাদানীয়া বারিধারায় রাত্রীযাপন করবেন বলে জানাগেছে।
উলেখ্যযে, আগামীকাল মঙ্গলবার বিকেলে গাজিপুরের ভাংনাহাটিতে কোটি টাকা ব্যায়ে নির্মিত (মুসলিম ঐতিহ্যের স্থাপনা র্কীতি) হাজী আব্দুস সাত্তার দারুল উলুম
কওমী মাদরাসা এবং হাজী আব্দুস সাত্তার জামে মসজিদের অনুষ্ঠানকি উদ্বোধন করবেন আল্লামা আরশাদ মাদানী। মাদরাসার পরিচালক ও সিজিদটির খতীবের দায়িত্ব পালন করবেন বারিধারা মাদ্রাসার শিক্ষক মুফতী মুনীর হোসাইন ।
Home » বিভিন্ন জেলা-উপজেলা » গাজিপুরে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ-মাদরাসার উদ্বোধন করবেন আল্লামা আরশাদ মাদানী