সিলেট রিপোর্ট:
শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী (রাহ.)’র অন্যতম খলিফা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি
আল্লামা আবদুল মোমিন শায়খে ইমামবাড়ী বলেছেন, মুসলমানরা ইসলামী অনুশাসনের গন্ডি থেকে বেরিয়ে আসার ফলেই সকল অপকর্ম আর পাপাচারে লিপ্ত হচ্ছে। অশুভ শক্তির কালো থাবায় মুসলিম উম্মাহ আজ নির্যাতিত-নিপীড়িত হচ্ছে। এর থেকে উত্তোরণের জন্য প্রয়োজন ইসলামী অনুশাসনে জীবন যাপনকরা। একমাত্র আত্মশুদ্ধিই পারে মুসলমানদেরকে সকল পাপাচার থেকে দুরে রাখতে।
তিনি সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর রায়নগর দর্জিপাড়ার শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায় অনুষ্ঠিত ইসলাহী মাহফিলে প্রধান অতিথির বয়ানে উপরোক্ত কথা বলেন।
জামেয়ার নির্বাহী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ছালিম কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুক্তরাজ্য জমিয়তের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ নাঈম আহমদ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খে মামরখানী রহ. এর পৌত্র
শায়খ আব্দুল জব্বার,শায়খ আব্দুল হাই টিলাগড়, আর. ডি. এফ এর চেয়ারম্যান শামছুজ্জামান চৌধুরী, লন্ডন প্রবাসী আব্দুল হামিদ,
যুব জমিয়তের কেন্দ্রিয় সদস্য আলী হুসাইন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়েজ উদ্দীন সহ
জামেয়ার শিক্ষকবৃন্দ।