দেলোয়ার হোসেন সুমন সৌদি আরব : মসজিদুল নববীর ভিতরে শুক্রবার জুমার নামাজ চলাকালীন অবস্থায় এক সৌদি মহিলার হ্যান্ড ব্যাগ চুরির অপরাধে দুই জন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়। এদের মধ্যে একজন মহিলা অপরজন বোকরা পরা অবস্থায় পুরুষ ধরা পড়ে । নামাজ পড়া শেষ হলে সৌদি মহিলা তার ব্যাগ খোঁজাখুঁজি করে না পেয়ে মসজিদে কর্মরত থাকা মহিলা কর্মীর সহযোগিতায় সি,সি, ক্যামেরা দেখে অপরাধীকে সনাক্ত করে,পরে মসজিদের ৮নং গেইট ৬নং পার্কিং গেইট এর সংলগ্নে তাদের কে পুলিশ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। এ ছাড়া ও তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে মোবাইল নগদ টাকা ও স্বর্ণ অলংকার উদ্ধার করে পুলিশ ।
–আলোকিত বার্তা