সিলেট রিপোর্ট: অনলাইন গণমাধ্যম নীতিমালা চুড়ান্ত করায় নীতিমালা প্রণয়ন কমিটির সকলকে আন্তরিত অভিনন্দন জানিয়ে এই নীতিমালা অভিলম্বে কার্যকর করার জন্য মাননীয় তথ্যমন্ত্রী সহ সংশ্লিস্ট সকলের প্রতি জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যসোসিয়েশন-বনপা’র সিলেট বিভাগীয় নের্তৃবৃন্দ।
সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ সংসাদ সংস্থা-বাসস’র সিলেট বু্যরো অফিসে আয়োজিত বনপার এক জরুরী সভায় নের্তৃবৃন্দ এদাবী জানান।
বনপার সিলেটের বিভাগীয় সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী কাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন বনপার কেন্দ্রীয় সহ-সভাপতি কবি মুহিত চৌধূরী, সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেট এক্সপ্রেস ডটকম’র ব্যাবস্থাপনা সম্পাদক আব্দুল মুহিত দিদার, ডেইলি সিলেট ডটকম’র সম্পাদক কে.এ রহিম, আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, বনপার কোষাধ্যক্ষ ও সিলেট রিপোর্ট ডটকম’র সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী প্রমূখ।