সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই হারুনুর রশীদ (২৮)।
খুন করে পালানোর সময় ঘাতক মামুন মিয়াকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার রাতে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বুধবার সন্ধ্যায় বাড়িতে গোসলকরার সময় বড় ভাই হারুন মিয়ার উপর হামলা করে মামুন। একটি ছোরা দিয়ে হারুনকে কুপিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাকে আটক করে।
গুরুতর অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে রাত ৮টায় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, প্রায় বছর খানেক আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসে মামুন। বুধবার বিকেলে গাছের চারা রোপন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বাড়িতে আসলে হারুনকে দেখে নেবে বলে হুমকি দেয় মামুন। বাড়ি ফেরার পর হারুন গোসল করতে গেলে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে খুন করে।
এলাকাবাসী সূত্রমতে, ঘাতক মামুন ৩-৪ বছর পূর্বে লন্ডন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।