নিজস্ব প্রতিবেদক,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম -এর এর পক্ষ থেকে দেশের বিশিষ্ট ১৩ জন নাগরিককে বিশেষ সম্মাননা প্রদান করাহয়েছে। ১ জুন’১৫, সোমবার, সকালে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ এ অনুষ।টানের আয়োজন করাহয়।
উক্ত গুণীজন সংবর্ধনায় দেশের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ১৩ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রথান কবি আল মাহামুদ ও আমন্ত্রতি জাতীয় নেতৃবৃন্দ।
যারা গুণিজন সংবর্ধনা পেলেন,
১। আধুনিক বাংলা সাহিত্যের রূপকার হিসেবে অসামান্য অবদানের জন্য
কবি আল মাহমুদ [আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি]
২। রাষ্ট্রভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য
অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর [ভাষা সৈনিক, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক]
৩। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় অসামান্য অবদানের জন্য [মরণত্তোর] মরহুম আলহাজ্ব এড. আবদুল মোবিন [বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবীদ, চেয়ারম্যান-বাংলাদেশ ইসলামিক পার্টি]
৪। বাংলা সাহিত্যের মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য [মরণত্তোর] অধ্যাপক শাহেদ আলী [বিশিষ্ট কথাশিল্পী, ভাষাসৈনিক, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, অনুবাদক, গবেষক]
৫। সুস্থ্য ধারার সাংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য
মো: আব্দুল হান্নান [সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও পরিচালক-]
৬। সাহিত্য ও শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য
অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান [বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও কলামিষ্ট]
৭। সংবাদপত্র শিল্পের মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য
রুহুল আমীন গাজী [সভাপতি-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে]
৮। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য
মেজর ডা. শেখ হাবিবুর রহমান [অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-জাগো বাঙ্গালী]
৯। হজ্ব-ওমরাহ্ সেবায় বিশেষ অবদানের জন্য
আলহাজ্ব মো: আবু ইউসুফ [চেয়ারম্যান-আবাবিল হজ্ব গ্রুপ, ঢাকা]
১০। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য
মাও: মুফতি শাহাদত হোসাইন রিয়াজ [প্রতিষ্ঠাতা ও পরিচালক-ইক্রা ক্যাডেট মাদ্রাসা,রামপুরা, ঢাকা]
১১। মানবাধিকার সংরক্ষণে বিশেষ অবদানের জন্য
মনিরুজ্জামান মনির [জয়েন্ট সেক্রেটারী-আইন ও অধিকার ফাউন্ডেশন]
১২। উদীয়মান লেখক ও কলামিষ্ট হিসেবে বিশেষ অবদানের জন্য
রাজু আহমেদ [উদীয়মান তরুণ লেখক ও কলামিষ্ট]
১৩। আই.টি সেক্টরে বিশেষ অবদানের জন্য
জাহিদুল ইসলাম [পরিচালক-যাদুকর আইটি]
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রথান কবি আল মাহামুদকে একটি সম্মাননা স্মারক তুলে দেন সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব ও সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সার্বিক সহযোগিতার জন্য আবদুল্লাহিল মাসুদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।